ছবি:ইন্টারনেট
মহামারীর কারনে ২০২২ সালে সারাবিশ্বের ভ্রমণ সংস্থা লোকসানের মধ্যে থাকতে পারে বলে আশঙ্কায় আছে বিশ্ব শিল্পসংস্থা। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন হিসাবে অনুযায়ী ২০২১ সালে আনুমানিক ৫২ বিলিয়ন লোকসান হলেও এবার এয়ারলাইনসগুলো মুনাফা করবে বলে আশা করছে।
বিশ্বব্যাপী ভ্রমণের চাহিদা ২০১৯-২০২১ এর থেকে ২০২২ সালে ৫১-৬১ শতাংশ বাড়তে পারে বলে অনুমান করছে আইএটিএ (IATA)।
জাপানের এএনএ (ANA) হোল্ডিংস ইনকর্পোরেটেড, অল নিপ্পন এয়ারওয়েজে কোং বলেছে যে অক্টোবরের শেষের দিকে থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত ১০০ বিলিয়ন ইয়েন (৮৮০ মিলিয়ন) ক্ষতির সম্মুখীন হতে পারে।
জাপান এয়ারলাইন্স কোম্পানি বলেছে তারা চলতি অর্থবছরে ১৪৬ বিলিয়ন ইয়েন ক্ষতির সম্মুখে দাঁড়িয়ে।খরচ কমাতে এএনএ (ANA) ও জেএএল (JAL) তাদের কর্মী কমানোর পদক্ষেপ নিয়েছে।
আর সি