আমাদের ছেলেবেলাটা ছিল ফুটবলময়। বিশ্বকাপে ব্রাজিল আর দেশে আবাহনী-মোহামেডান ছিল আমাদের আনন্দের উৎস। আর বিকেল হলেই ফুটবল নিয়ে মাঠে নেমে পড়া। আমাদের শৈশবকে এমন আনন্দময় করার কৃতিত্ব পুরোটাই পেলের। মানে ফুটবলের রাজার। সম্ভবত ক্লাস ফাইভের পাঠ্যবইয়ে পেলেকে নিয়ে একটা লেখা ছিল। ওটা পড়েই আমরাই পেলেকে চিনেছি, ফুটবলকে বুঝেছি। পেলের পুরো নাম এডসন আরান্তেস দি নাসিমান্তো। ছেলে বেলায় তার বাবা-মা’র প্রতি আমরা খুব ক্ষিপ্ত ছিলাম।