ছবি:ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে মাউন্ট সেমেরু আগ্নেয়গিরিতে শনিবার শুরু হওয়া অগ্ন্যুৎপাত থেকে সৃষ্ট বিশাল ছাইয়ের স্তুপের নিচে পুরোপুরি তলিয়ে গেছে ১১ টি গ্রাম। আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ঘটনায় জাভা দ্বীপে এখন পর্যন্ত অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ঘটনায় দগ্ধ হয়েছেন বহু মানুষ।
স্থানীয়রা জানায়, মাউন্ট সেমেরুর অগ্ন্যুৎপাত থেকে সৃষ্ট বিশাল ছাইয়ের মেঘ সূর্যকে সম্পূর্ণ ঢেকে দিয়েছে।যার কারণে দিনের বেলাতেও আকাশ রাতের মতো ঘন অন্ধকার হয়ে আছে সেখানে।
ইন্দোনেশিয়ার কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত অন্তত ৫৭ জন অগ্নিদগ্ধ হয়েছেন। যাদের মধ্যে অনেকে গুরুতরভাবে পুড়ে গেছেন।
দেশটির বিপর্যয় মোকাবিলা সংস্থা বিএনপিবি বলছে, অগ্নিদগ্ধদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘরবাড়ি ছাই নিচে তলিয়ে যাওয়ায় গ্রামবাসীদের অনেকেই মসজিদ এবং অস্থায়ী কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছেন। দুর্ঘটনাকবলিত এলাকা থেকে এখন পর্যন্ত ৯ শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
জানা যায়,উদ্ধারকাজ ব্যহত হচ্ছে দম বন্ধ করা ধোঁয়া আর বিদ্যুত সংযোগ পুরো বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে। এ ছাড়াও অগ্ন্যুৎপাতের পর ঝড়বৃষ্টিতে আগ্নেয়গিরির লাভা ও ধ্বংসাবশেষ মিশে কাদায় পরিণত হয়েছে। এতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।
উল্লেখ্য, রাজধানী জাকার্তার প্রায় ৮৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ৩,৬৭৬-মিটার-উচ্চ আগ্নেয়গিরিটি সক্রিয় ছিল এবং সর্বশেষ জানুয়ারিতে বিস্ফোরিত হয়েছিল।
আর সি