ছবি:জাপান টুডে
অস্ট্রেলিয়ায় ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড ভ্যাকসিন প্রদানের অনুমোদন দিয়েছে।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সময় রবিবার এ ঘোষণা করছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কোভিড ভ্যাকসিন প্রদানের কার্যক্রম ২০২২ সালের প্রথম দিকে শুরু হবে।
স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেন,স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রথমবারের মতো ছোট শিশুদের জন্য ফাইজার-বায়োটেক ভ্যাকসিন দেওয়ার জন্য অস্থায়ী অনুমোদন দিয়েছে।
গ্রেগ হান্ট আরও বলেন,২০২২ সালের ১০ জানুয়ারি থেকে ২.৩ মিলিয়ন অস্ট্রেলিয়ান শিশুর টিকা দেওয়া শুরু হবে।
থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেটরি জানায়, ৫ ও ১১ এবং ১২ বছর বয়সী শিশুরা ভ্যাকসিনের একটি করে ডোজ পাবে।
উল্ল্যেখ্য,অস্ট্রেলিয়ান ১৬ বছরের শিশুরা এবং এর চেয়ে বেশি বয়সী প্রায় ৯৩ শতাংশ লোক প্রথম ভ্যাকসিন ডোজ পেয়েছে।
আর সি