ছবিঃলুমাজাং রিজেন্সির মাউন্ট সেমেরুতে অগ্ন্যুৎপাত
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে অন্তত ১৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় ৪০ জনেরও বেশি সাধারণ লোক আহত হয়েছে। স্থানীয়সূত্রে জানা গেছে, এ অগ্ন্যুৎপাতের ফলে এখন পর্যন্ত ২ জন নিখোঁজ আছে।
শনিবার স্থানীয় সময় বিকাল ৩ টা ২০ মিনিটের দিকে লুমাজাং রিজেন্সির মাউন্ট সেমেরুতে এ ঘটনা ঘটে।
অগ্ন্যুৎপাতের এ ঘটনায় আশেপাশের গ্রাম ও শহরের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ইন্দোনেশিয়ার সরকার।
দেশটির আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক বিপদ প্রশমন কেন্দ্র জানিয়েছে, বিকাল ৩টা ২০ মিনিটে প্রদেশের লুমাজাং রিজেন্সির মাউন্ট সেমেরুতে বিস্ফোরণ ঘটে।
উল্লেখ্য, রাজধানী জাকার্তার প্রায় ৮৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ৩,৬৭৬-মিটার-উচ্চ আগ্নেয়গিরিটি সক্রিয় ছিল এবং সর্বশেষ জানুয়ারিতে বিস্ফোরিত হয়েছিল। ১৯৯৪ সালে এর বিস্ফোরণে একজন সাংবাদিক এবং একজন স্থানীয় ব্যক্তি নিহত হন।
বলা বাহুল্য, মাউন্ট সেমেরু জাভা দ্বীপের সর্বোচ্চ আগ্নেয়গিরি।
আর এ/আর এ এস