ছবি:ইন্টারনেট
মালয়েশিয়ায় ওমিক্রনের প্রথম রোগী শনাক্ত হয়েছে।গতকাল এক সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্যমন্ত্রী খায়রি জামালউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে,আক্রান্ত ব্যক্তি ১৯ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়া পৌঁছেন।ওই শিক্ষার্থী পেরাক প্রদেশের ইপোহ শহরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়,ওই শিক্ষার্থী দক্ষিণ আফ্রিকা থেকে সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়ায় প্রবেশ করেন।তবে তার সঙ্গে দেশে ফেরা অন্যদের পরীক্ষায় করোনা ধরা পড়েনি।
এর আগে গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো করোনার নতুন ধরন শনাক্তের বিষয়ে সতর্ক করে ডব্লিউএইচও।পরে জানা যায়,এর আগেই নেদারল্যান্ডসে ধরনটি পাওয়া গিয়েছিল।
করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞাই মূল চাবিকাঠি নয় বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।বিশ্বের সব দেশের নিজস্ব স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে ও ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে টিকাকরণেরও আহ্বান জানিয়েছে সংস্থাটি।
উল্লেখ্য,করোনার নতুন সংক্রমণ ওমিক্রন ঝুঁকিতে ২৬ টি দেশের নাগরিকদের লাংকাবি ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে মালয়েশিয়া।
আর সি