ছবি:ইন্টারনেট
জাতিসংঘের সদর দপ্তরের সামনে এক ব্যক্তিকে অস্ত্র হাতে ঘোরাঘুরি করতে দেখে পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ।স্থানীয় সময় বৃহস্পতিবার প্রায় তিন ঘণ্টার চেষ্টায় অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়।এ ঘটনায় ম্যানহাটন সিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।বন্ধ করে দেয়া হয় জনচলাচল।
জানা যায়,যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরের বাইরে অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এই ব্যক্তিকে।এসময় চিৎকার করে আত্মহত্যার হুমকিও দেন এই ব্যক্তি।
আরও জানা যায়,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এসময় জাতিসংঘের সদর দপ্তর ঘিরে রাখে নিরাপত্তা বাহিনী।মুহূর্তের মধ্যে এলাকায় জনসাধারণের চলাচল বন্ধসহ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ জারি করে।
উল্লেখ্য,এ ঘটনায় আতঙ্কিত না হবার পরামর্শ দিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক।তিনি বলেন,এই ঘটনায় জাতিসংঘের বৈঠক বাধাগ্রস্ত হয়নি।ঘটনা তদন্তের কাজ চলছে বলেও জানান তিনি।
আর সি