ছবি:অং সান সু
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে করা মামলায় যে রায় আজ দেওয়া কথা ছিল,তা পিছিয়েছেন আদালত।দেশটির আদালত আগামী ৬ ডিসেম্বর রায় ঘোষণার নতুন তারিখ নির্ধারণ হয়েছে।
জানা গেছে,সু চিকে ক্ষমতাচ্যুত করার পর তাঁর বিরুদ্ধে করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ ও সামরিক সরকারের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়। এ সংক্রান্ত একটি মামলার রায় আজ দেওয়ার কথা ছিল আদালতের।কিন্ত সেই রায় ঠিক কী কারণে দেওয়া হলো না, তা জানানো হয়নি। এই অভিযোগ প্রমাণিত হলে তাঁর তিন বছর কারাদণ্ড হতে পারে।
উল্লেখ্য, দেশটির আদালত সু চির আইনজীবীদের গণমাধ্যমে কথা বলার ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে।ফলে রায় পেছানোর কারণ জানা যায়নি।
আর সি