ছবি:ইন্টারনেট
যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজারের প্রধান বলছেন,১শ দিনেরও কম সময়ের মধ্যে করোনাভাইরাসের ওমিক্রন ধরনের জন্য একটি নতুন টিকা প্রস্তুত করতে পারে।গতকাল একটি মার্কিন টেলিভিশন নেটওয়ার্কের সাথে এক সাক্ষাৎকারে ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বৌরলা এই মন্তব্য করেন।
আলবার্ট বৌরলা বলেন,যদি বর্তমানে চালু থাকা করোনাভাইরাসের টিকা কম সুরক্ষা দেয়,তাহলে ফাইজারের নতুন একটি টিকা তৈরি করতে হবে।তিনি উল্লেখ করেন যে কোম্পানিটি ইতিমধ্যেই এই টিকা নিয়ে কাজ শুরু করেছে।
তিনি আরও বলেন,ওমিক্রনের বিরুদ্ধে নতুন কোন টিকা কেবল তখনই ব্যবহার করা হবে,যখন কোম্পানিটি দেখবে যে বর্তমানে চালু থাকা টিকাটি কোন কাজ করছে না তখন।
উল্লেখ্য,ফাইজার ইতিমধ্যে বেটা এবং ডেল্টা ধরনের জন্য টিকা তৈরি করলেও, শুরুতে তৈরি মূল টিকাটি কার্যকর থাকায় এগুলো ব্যবহার করা হয়নি।
আর সি