ছবি:দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট
‘ওমিক্রন’ শনাক্ত হওয়ার পর দক্ষিণ আফ্রিকা ও প্রতিবেশী দেশগুলোর ওপর জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। স্থানীয় সময় রবিবার এক বক্তব্যে দেশটির ওপর বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞার এই নিন্দা জানান তিনি।
সিরিল রামাফোসা বলেন, বিশ্বের বিভিন্ন দেশের এই ধরনের প্রতিক্রিয়ায় তিনি গভীরভাবে মর্মাহত। এই পদক্ষেপকে তিনি অন্যায় হিসেবে বর্ণনা করেছেন। অবিলম্বে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও আহ্বান জানান দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট।
সম্প্রতি দেশটির ওপর যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। তবে এই ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার পেছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই এবং তার দেশ বৈষম্যের শিকার হচ্ছে বলে মনে করেন সিরিল রামাফোসা।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, বাংলাদেশসহ অনেক দেশ এরই মধ্যে দক্ষিণ আফ্রিকাসহ এর প্রতিবেশী কয়েকটি দেশ থেকে নিজেদের দেশে ভ্রমণ নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে।
গত শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনার নতুন ভ্যারিয়্যান্টকে বা ‘উদ্বেগজনক’ ঘোষণা করে এবং এর নাম দেয় ‘ওমিক্রন’। এরপরই বিভিন্ন দেশ একে একে ভ্রমণ নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।
আর সি