ছবি:জাপান টুডে
অস্ট্রেলিয়ায় করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত দুইজনকে শনাক্ত করা হয়েছে।এ দুইজনসহ অস্ট্রেলিয়াতে ওমিক্রন করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৩ জন।
নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকা থেকে সিডনিতে আসা দুই যাত্রী ওমিক্রনে পজিটিভ হয়েছেন। তাদের দুজনের শরীরে কোনো উপসর্গ ছিল না। তারা সম্পূর্ণ টিকা নিয়েছেন এবং বর্তমানে কোয়ারেন্টিনে আছেন।
জানা গেছে,রবিবার থেকে ২৪ ঘন্টার মধ্যে, ওমিক্রন ভেরিয়েন্ট দ্বারা প্রভাবিত নয়টি দেশ থেকে পাঁচটি ফ্লাইটে ১৪১ জন যাত্রী এসেছেন। যাত্রীরা সবাই কোয়ারেন্টাইনে ছিলেন।
জানা গেছে,বুধবার থেকে শুরু হওয়া সীমান্ত বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনা পরিবর্তন করা সহ জাতীয় প্রতিক্রিয়া বিবেচনা করতে দেশটির সিনিয়র ফেডারেল সরকারের মন্ত্রীরা সোমবার এক বৈঠক করছেন।
উল্লেখ্য,অস্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রী গ্রেস হান্ট বলেন,অস্ট্রেলিয়ার নাগরিক নন এমন ব্যক্তি গত ১৫ দিনে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়েসহ আরো কয়েকটি দেশে ভ্রমণ করে থাকলে তারা আর অস্ট্রেলিয়া ফিরতে পারবেন না।
আর সি