ছবি:কিয়োদো নিউজ
জাপান এয়ারলাইনসকে প্রতিদিনের অভ্যন্তরীণ আন্তর্জাতিক ফ্লাইট বুকিংয়ের তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।স্থানীয় সময় শনিবার পরিবহন মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করেছে।
পরিবহন মন্ত্রণালয় জানায়,সরকারের এ তথ্য জমা নেওয়ার একমাত্র কারণ হল ওমিক্রন করোনভাইরাসের সংক্রমণ রোধের প্রচেষ্টা ।
মন্ত্রণালয় আরও জানায়,আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনাকারী বিমান সংস্থাগুলিকে সপ্তাহে একবার এই তথ্য জমা দিতে হবে।এবং ৩১ জানুয়ারী পর্যন্ত এই তথ্য জমা দিতে হবে।
এর আগে সরকারের অনুরোধে গত বুধবার থেকে জাপানি নাগরিকদের দেশে ফিরে আসার জন্য নতুন বুকিং নেয়া বন্ধ করে দিয়েছিল এয়ারলাইনসগুলো।এই পদক্ষেপ পুরো বছর জুড়ে অব্যাহত থাকার কথা ছিল।
উল্লেখ্য,সরকার বৃহস্পতিবার জাপানি নাগরিকদের দেশে ফিরে আসার জন্য এই অনুরোধ প্রত্যাহার করে নেয়।এবং দৈনিক ৩,৫০০ জন জাপানি নাগরিককে দেশে ফেরার অনুমতি দিয়েছে।
আর সি