ছবিঃ টোকিও বাংলা নিউজ
হেমন্তকে বরণ করে নিতে চতুর্থবারের মতো বাংলাদেশের ঐতিহ্যবাহী নবান্ন উৎসব পালন করেছে জাপান প্রবাসী বাংলাদেশিরা।
রবিবার বিকেলে রাজধানী টোকিওর পার্শ্ববর্তী শহর সাইতামার মিসাতো সিটিতে গ্রেটার খুলনা কমিউনিটির উদ্যোগে এ নবান্ন উৎসব আয়োজন করা হয়।
উৎসব আয়োজনে সংগঠনের মহিলা সদস্যদের সহযোগিতায় নানা রকম সুস্বাদু দেশিয় খাবার এবং পিঠা পরিবেশন করা হয়।
কাউছার হাসান লাইজু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাসের লেভার কাউন্সিলর জাকির হোসেন।
গ্রেটার খুলনার জাপান প্রবাসী বিভিন্ন শিল্পীরা নাচ, গান, কবিতা, ইত্যাদি পরিবেশন করেন এ উৎসবে। মনোজ্ঞ এই সাংস্কৃতিক অনুষ্ঠানে খুলনার শিল্পীদের পাশাপাশি বিশেষভাবে সহযোগিতা করেন জাপানের সাংস্কৃতিক দল স্বরলিপি।
কমিউনিটির সবাই শতস্ফুর্ত অংশগ্রহণ করায় ধন্যবাদ জানান সংগঠনটির সভাপতি জাকির হোসেন জোয়ার্দার এবং সাধারণ সম্পাদক তফসির আহমেদ তুহিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সহ সভাপতি মুস্তফা আজিজ বাবু এবং সাংগঠনিক সম্পাদক শিলা আফরোজসহ আরো অনেকে।
উল্লেখ্য,অনুষ্ঠানে জাপান আওয়ামীলীগ (একাংশ) সাধারণ সম্পাদক খন্দকার আসলাম হিরা অসুস্থ থাকাতে তার জন্য দোয়া করা হয়।
আর এ এস/আর এ