বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জাপান শাখা।
রবিবার টোকিও'র ইকেবুকোরো পার্কের শহীদ মিনারের সামনে এ বিক্ষোভ ও মানববন্ধন প্রদর্শন করে দলটির জাপানস্থ নেতা-কর্মীরা।
মানব বন্ধনে বক্তারা দ্রুত খালেদা জিয়াকে নিশর্তভাবে মুক্তি দিয়ে তার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য দাবী জানান।
তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী অবৈধ এবং গনতন্ত্রের হত্যাকারী। এর পরিনতি শেখ হাসিনাকে একদিন ভোগ করতে হবে।
রাতের আধাঁরে ভোট ডাকাতি করে এ সরকার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে বিএনপির জাপানস্থ নেতা-কর্মীরা বলেন, পৃথিবীর কোন দেশে এমন শাসন ব্যবস্থা নেই।
তিনবারের প্রধানমন্ত্রীর চিকিৎসা হয়না, এমন নজির আর একটিও কেউ দেখাতে পারবেনা বলেও তারা শেখ হাসিনাকে ধিক্কার জানান।
এ সময় মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন জাপান বিএনপির সভাপতি আলহাজ্ব নুর আলী ঢালী, যুবদল সভাপতি আবুল খায়ের, উপদেষ্টা এস ইসলাম নান্নু, সহ সভাপতি মনি এমদাদ,যুবদল সম্পাদক নজরুল ইসলাম রাজীব, জাপান বিএনপির যুগ্ন সম্পাদক দেলোয়ার হোসেন ডিউক,সাংগঠনিক সস্পাদক নজরুল ইসলাম (রনি), সহ সাংগঠনিক সম্পাদক নুর খান রনি, ইসলাম নজরুলসহ আরো অনেকে।
আর এ/আর এ এস