নানা কর্মসুচির মধ্য দিয়ে জাপানের রাজধানী টোকিওতে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। জাপান বিএনপি'র উদ্যোগে রবিবার টোকিও ওজি হকতোপিয়া স্কাই অডিটোরিয়ামে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করে দলটির জাপানস্থ নেতা-কর্মীরা।
ভার্চুয়াল এবং নন-ভার্চুয়াল এই দুই’র সমন্বিত মাধ্যমে সভাপতিত্ব করেন, বিএনপি জাপান শাখার সভাপতি আলহাজ্ব মো: নুর-এ-আলম (নূরআলী)।
এ সময় বাংলাদেশ থেকে স্কাইপির মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানে এক বক্তৃতায় মহাসচিব বলেন, এই দিনটি বাঙ্গালী জাতির জন্য এক অবিস্মরণীয় দিন। আমাদের সবাইকে এর উপলব্দি ধারন করতে হবে এবং সামনের প্রজন্মকে এর মাধ্যমে এগিয়ে নিতে হবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রসঙ্গ টেনে এনে মির্জা আলমগীর বলেন, নানা মিথ্যা ষড়যন্ত্রের মাধ্যমে বর্তমান অবৈধ সরকার বেগম জিয়াকে বন্দী করে দেশকে স্বাধীনতা পরবর্তী সময়ের দিকে নিয়ে গেছে। ৭ ই মার্চের চেতনাকে ধারন করে এই অন্ধকার সময় থেকে আমাদের বের হয়ে আসতে হবে।
তিনি এসময় জাপান বিএনপি'র সকল নেতৃবৃন্দকে এমন উদ্যোগের জন্য ধন্যবাদ দেন।
বেগম জিয়ার নেতৃত্বে বাংলাদেশে আবার গনতন্ত্র ফিরিয়ে আনতে জাপান প্রবাসীদের সহযোগীতা কামনা করেন মহাসচিব।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে ভার্চুয়ালী অংশ নেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল মাহমুদ হাসান টুকু,হাবিবুর রহমান হাবিব,সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এছাড়াও বাংলাদেশ থেকে ভার্চুয়ালী অংশ নেন-রুহুল কুদ্দুস তালুকদার দুলু,আ ন ম এহসানুল হক মিলন,মাহিদুর রহমান ,এম এ কাইউম, এম এ মালেক,মহিউদ্দিন আহাম্মেদ ঝিন্টু(সুইডেন), খান মনিরুল মনি।
এ’সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি জাপান শাখার প্রধান উপদেষ্টা এমডি, এস ইসলাম নান্নু, সহ-সভাপতি এমদাদ মনি,যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন ডিও,সাংগঠনিক সম্পাদক শেখ নজরুল ইসলাম রনি,মো:আবতাবউদ্দিন,কামরুল হাসান পল।
উল্লেখ্য অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো:নাজমুল হোসেন।
আর এ/আর এ এস