Apan Desh | আপন দেশ

বাংলাদেশে কুরআন অবমাননা এবং পুজামন্ডপে হামলা

পুজামন্ডপে সহিংসতার প্রতিবাদে টোকিওতে মানববন্ধন অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২:৩৭, ২৬ অক্টোবর ২০২১

আপডেট: ১২:৪৫, ২৬ অক্টোবর ২০২১

পুজামন্ডপে সহিংসতার প্রতিবাদে টোকিওতে মানববন্ধন অনুষ্ঠিত

বাংলাদেশে সম্প্রতি হিন্দুদের ধর্মীয় উৎসবে দুস্কৃতকারীদের হামলার প্রতিবাদে টোকিওস্থ বিভিন্ন ধর্মের বাংলাদেশিরা এক মানববন্ধনের আয়োজন করে। 

 রবিবার টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে দেশটির বিভিন্ন জায়গা থেকে আসা প্রবাসীরা জড়ো হয়। এ সময় তাদের হাতে বিভিন্ন লেখা সম্বলিত প্লেকার্ড ও ব্যানার দেখা যায়।

ভারত ও নেপাল'র জাপান প্রবাসীরাও অংশ নেয়া এ মানববন্ধনে  শ্রী নন্দী খোকন কুমার এবং জাপান স্বাধীনতা চিকিৎসক পরিষদ এর আহ্বায়ক ডাক্তার মাসুদ (টুটুল) নেত্বত্ব দেন। 
এ সময় তারা বাংলাদেশে ঘটে যাওয়া এ ঘটনার তীব্র সমালোচনা করে বিভিন্ন বক্তব্য দেন।

উল্লেখ্য, হিন্দু ধর্মাম্বলীদের শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীর দিন গত বুধবার ভোরে কুমিল্লা শহরের নানুয়া দীঘির উত্তর পাড়ে দর্পণ সংঘের উদ্যোগে আয়োজিত অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন দেখা যায়। এরপর কোরআন শরিফ অবমাননার অভিযোগ তুলে ওই মণ্ডপে হামলা চালায় একদল দুস্কৃতকারী। সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

এ ঘটনার জের ধরে ওই দিন চাঁদপুরের হাজীগঞ্জে হিন্দুদের ওপর হামলা করতে যাওয়া একদল ব্যক্তির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সেখানে নিহত হন চারজন। পরদিন নোয়াখালীর বেগমগঞ্জে হিন্দুদের মন্দির, মণ্ডপ ও দোকানপাটে হামলা–ভাঙচুর চালানো হয়। সেখানে হামলায় নিহত হন দুজন। এরপর রংপুরের পীরগঞ্জে হিন্দু বসতিতে হামলা করে ভাঙচুর, লুটপাট ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। 
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়