Apan Desh | আপন দেশ

ইমিগ্রেশনের কাছে ব্রাজিল নাগরিকের ১ মিলিয়ন ইয়েন ক্ষতিপুরন দাবী

প্রকাশিত: ১০:২৬, ১৮ নভেম্বর ২০২১

আপডেট: ২০:৪৮, ১৮ নভেম্বর ২০২১

ইমিগ্রেশনের কাছে ব্রাজিল নাগরিকের ১ মিলিয়ন ইয়েন ক্ষতিপুরন দাবী

জাপানের উশিকুর ইবারাকি শহরের ইমিগ্রেশনের কাছে আটককৃত এক ব্রাজিল নাগরিক ক্ষতিপুরন হিসেবে ১ মিলিয়ন ইয়েন দাবী করেছেন।

বুধবার ব্রাজিল নাগরিকের আইনজীবি এ তথ্য জানান। এর আগে ৩২ বছর বয়স্ক এ ব্রাজিল নাগরিক দীর্ঘদিন ধরে জাপানে অবৈধভাবে আত্নগোপনে থাকেন। পরবর্তীতে জাপান ইমিগ্রেশন তাকে আটক করে।

আইনজীবি বলেন, গত ২৭ আগষ্ট অভিবাসন কেন্দ্রে শারীরিক ব্যায়ামের সময় একটি ফুটবল নিয়ে ব্রাজিল নাগরিকের সঙ্গে নিরাপত্তী কর্মীর বিরোধ হয়। এ নিয়ে তখন নিরাপত্তাকর্মী ব্রাজিলের নাগরিককে আঘাত করে। 

বিদেশী এ নাগরিকের আইজীবি আরো বলেন, ক্ষতিপুরন বাবদ দাবীকৃত এই অর্থের আবেদন গত ২৬ অক্টোবর করা হয়েছিল। 
১ মাসের মধ্যে এই অর্থ পরিশোধের সময়ও দিয়ে দেওয়া হয়েছিল দাবী করে আইনজীবি বলেন, প্রতিপক্ষের কাছ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত আমরা কোন প্রতিক্রিয়া পাইনি। এ জন্য আমরা আদালতে মামলা করার চিন্তা করছি।

আর এ/আর এ এস

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়