
ছবি: আপন দেশ
প্রায় আড়াই ঘণ্টা পরিচর্যার পর অবশেষে গায়নার মাঠ খেলার উপযোগী হয়েছে। বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় শুরু হবে ম্যাচটি। এর আগে ভাগ্য নির্ধারণী পরীক্ষায় জিতেছে টাইগাররা। টস জিতে ক্যারিবিয়ানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল খান।
বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে খেলা শুরু হবে। এদিন একাদশে বেশ চমক নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল। ওয়ানডেতে অভিষেক হচ্ছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের। সাকিব আল হাসান ছুটিতে থাকায় সুযোগ পেয়েছেন নাসুম। যদিও দলের সঙ্গে আছেন আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
এদিকে ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে জাতীয় দলে ফেরা এনামুল হক বিজয়কে একাদশের বাইরে রাখা হয়েছে। তিন নম্বর ব্যাটিং পজিশনের ভাবনায় সুযোগ পেয়েছেন বাঁহাতি নাজমুল হোসেন শান্ত। সবমিলিয়ে ৩ পেসার আর ২ স্পিনার দিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ দল।
প্রথম ওয়ানডের জন্য বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।
আপন দেশ ডটকম/ আবা