Apan Desh | আপন দেশ

ইংল্যান্ডের নতুন অধিনায়ক বাটলার

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০০:৩১, ১ জুলাই ২০২২

ইংল্যান্ডের নতুন অধিনায়ক বাটলার

ফাইল ছবি

কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ইয়ন মরগ্যান। তিনি ছিলেন দলটির সাদা বলের অধিনায়ক। তার বিদায়ের পর এবার নতুন অধিনায়ক বেছে নিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সাদা বলের অধিনায়ক হয়েছেন জস বাটলার। 

এখন থেকে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন তারকা ব্যাটসম্যান জস বাটলার। ইসিবি বৃহস্পতিবার এক বিবৃতিতে এমটি জানিয়েছে।

ইংল্যান্ডের টেস্টে নেতৃত্ব দিচ্ছেন বেন স্টোকস।

মরগ্যানের সময়কালে ইংল্যান্ডের সহঅধিনায়ক ছিলেন বাটলার। তাকে অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়ে ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রব কী বলেছেন, ‘মরগ্যানের পর বাটলারকে অধিনায়ক নিয়োগ দিতে আমার কোনো দ্বিধা নেই। সে আমাদের জন্য পারফেক্ট চয়েজ। ও ড্রেসিং রুমে সতীর্থদের কাছে অনেক প্রিয়। তাকে সবাই শ্রদ্ধাও করে।

আপন দেশ ডটকম/ আবা

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়