
ফাইল ছবি
আগামী জুলাইয়ে ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। এই দুইটি সিরিজের একটিতেও খেলবেন না সফল ইংলিশ বোলার আদিল রশিদ। এই সময় হজ পালন করতে যাবেন এই লেগ স্পিনার। যার কারণে ভারত সিরিজে খেলা হচ্ছে না আদিলের। রশিদের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে খেলতে পারেন আরেক লেগ স্পিনার ম্যাক পার্কিনসন। ভারত সিরিজে না থাকলেও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে রশিদ ফিরবেন।
আগামী ৭ থেকে ১২ জুলাই পালন করা হবে ২০২২ সালের হজ। হজের জন্য ইংলিশ কাউন্টি ক্রিকেট ক্লাব ইয়র্কশায়ারের হয়েও বেশ কিছু ম্যাচ খেলতে পারবেন না রশিদ। ইতোমধ্যেই হজ করতে যাওয়ার জন্য ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং নিজের কাউন্টি দল ইয়র্কশায়ারের অনুমতিও পেয়েছেন রশিদ।
ভারতের বিপক্ষে এক থেকে ৫ জুলাই পর্যন্ত চলবে ইংল্যান্ডের টেস্ট ম্যাচ। ৭ জুলাই ভারতের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে ইংলিশরা।
হজে যাওয়ার ব্যাপারে রশিদ বলেন, ‘হজে যাওয়ার অপেক্ষায় ছিলাম। কিন্তু সময় করে ওঠা হচ্ছিল না। এ বছর মনে হলো, এটা এমন কিছু যা আমাকে করতে হবে এবং আমি এটাই করতে চাই। ইসিবি ও ইয়র্কশায়ারের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। তারা উৎসাহ দিয়েছে। আমি ও আমার স্ত্রী কয়েক সপ্তাহের জন্য যাব।’
আপন দেশ ডটকম/ আবা