Apan Desh | আপন দেশ

জাপানের মেইজি যুগ

টোকিও বাংলা নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৪১, ২৭ নভেম্বর ২০২১

আপডেট: ১৩:১২, ২৬ জানুয়ারি ২০২২

জাপানের মেইজি যুগ

ছবি: সম্রাট মুতশুহিতো

ইম্পেরিয়াল জাপান বলতে এক কথায় জাপানী সম্রাটগন কর্তৃক শাসনকৃত অঞ্চলকে বোঝায়।এই ইম্পেরিয়াল জাপানের শুরু মূলত ১৮৬৮ থেকে ধরা হয়, কারণ তখন থেকেই আধুনিক জাপানের শুরু।১৮৬৮ সালের মেইজি শাসনকাল থেকেই ইম্পেরিয়াল জাপানের সূচনা, যা ১৯৪৫ এর ২য় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে শেষ হয়।১৮৬৮ থেকে ১৯৪৫ পর্যন্ত সময়কালকে ৩টি যুগে ভাগ করা হয়।১৮৬৮ থেক ১৯১২ পর্যন্ত সময়কালকে বলা হয় “মেইজি” যুগ। 

মেইজি যুগ

মেইজি যুগ বলতে জাপানের সম্রাট মেইজি বা সম্রাট মুতশুহিতোর ৪৫ বছরের শাসনকালকে নির্দেশ করা হয়।এই সময়কাল ১৮৬৮ থেকে ১৯১২ সাল পর্যন্ত বজায় ছিল।এই সময়কালকে জাপানের আধুনিকায়নের যুগ হিসেবে অভিহিত করা হয়।শুধু তাই নয়, এই সময়ে বিশ্বের ইতিহাসে জাপান নিজেদেরকে একটি প্রথম সারির ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে।১৯১২ সালে সম্রাট মেইজির মৃত্যুর পর সম্রাট তাইশো সিংহাসনে আরোহণ করলে এই যুগের অবসান হয়।

মেইজি যুগেই জাপানে আধুনিকায়নের ছাপ পড়ে জাপানের অর্থনীতি সমাজ ও রাজনীতির ওপর।সামন্তপ্রভুদের দিন শেষ হয়ে যায়।সামুরাইদের এতদিনকার বনেদি আধিপত্যের অবসান ঘটে।সম্রাটের সমর্থনে বেশকিছু জাপানি নেতা তাদের কর্মযজ্ঞে মেতে ওঠেন।তাদের লক্ষ্য ছিল জাপানের অর্থনীতি ও সমাজকে দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করা।তারা বুঝতে পেরেছিল সমাজ, রাজনীতি,ধর্মনীতি প্রভৃতি সবক্ষেত্রে স্বকীয়তা বজায় রেখে উন্নত ইউরোপীয় সভ্যতার সঙ্গে পাল্লা দেয়ার একমাত্র উপায় হল জাপানের অর্থনৈতিক পুনরুজ্জীবন।এর অন্যতম ফল ছিল সামন্ততান্ত্রিক মূল্যবোধের অবসান ও প্রতিবাদী মূল্যবোধের প্রতিষ্ঠা।এরই প্রতিফলন ঘটেছিল ১৮৮৯ সালে গৃহীত জাপানের সংবিধানে।এই সংবিধানের মাধ্যমে জাপানে চূড়ান্ত রাজতন্ত্রের সঙ্গে সম্পৃক্ত সামন্ত ব্যবস্থার জায়গায়,পুঁজিবাদী ব্যবস্থার উপযোগী রাষ্ট্রকাঠামো তৈরি হয়।

আর সি

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়