
ছবি : আপন দেশ
প্রশ্ন: জুতা নিয়ে কবরস্থানে প্রবেশ করা জায়েজ কিনা?
উত্তর: বিনা প্রয়োজনে কবরের ওপর দিয়ে হাঁটা-চলা করা উচিত নয়। তবে প্রয়োজনে হাঁটা যাবে সে ক্ষেত্রে পাক-পরিষ্কার জুতা পরতে কোনো সমস্যা নেই। (হাশিয়াতুত তাহতাবি আলাদ্দুর ১/২৮৩, আলবাহরুর রায়েক ২/৩৪১ রদ্দুল মুহতার ২/২৪৫)।
আপন দেশ/ আবা