Apan Desh | আপন দেশ

জাপান ভ্রমনে উঠে যেতে পারে নিষেধাজ্ঞা , এ সপ্তাহে ঘোষনা

প্রকাশিত: ০১:০৪, ৪ নভেম্বর ২০২১

জাপান ভ্রমনে উঠে যেতে পারে নিষেধাজ্ঞা , এ সপ্তাহে ঘোষনা

ছবিঃ নিক্কেই এশিয়া

নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে বিভিন্ন দেশ থেকে পড়তে আসা শিক্ষার্থী, প্রযুক্তিগত ইন্টার্ন প্রশিক্ষণার্থীসহ স্বল্প সময়ের জন্য ভ্রমনকারীদের জাপানে আসার অনুমতি দিবে বলে জানা গেছে। 

চলতি সপ্তাহেই সরকার থেকে এমন ঘোষনা আসতে পারে বলে সূত্র জানিয়েছে। 

জানা গেছে, ভ্রমনের উপর নিষেধাজ্ঞা শিথিল করা হলেও তা শর্তসাপেক্ষে বিবেচিত হবে। 

স্বল্পমেয়াদী সফরে থাকা ব্যবসায়ীদের অবশ্যই কোভিড-১৯ এর টিকা দেয়া থাকতে হবে এবং জাপান প্রবেশের দিন থেকে একাধারে ৩ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।


বিদেশী শিক্ষার্থী এবং কারিগরি ইন্টার্ন প্রশিক্ষণার্থীদের জাপান প্রবেশের দিন থেকে পরবর্তী  ১৪ দিন পর্যন্ত স্ব-কোয়ারান্টিনে থাকতে হবে।

এছাড়াও বিভিন্ন দেশ থেকে ফিরে আসা জাপানি ব্যবসায়ীদের জন্য স্ব-কোয়ারান্টিনের সময়কাল সংক্ষিপ্ত করার বিষয়েও আলোচনা হয়েছে।

 তবে জাপান প্রবেশে পর্যটকদের বিষয়ে সরকার এখনই কোন কথা ভাবছে না বলে সূত্র জানিয়েছে। 

আর এ/আর এ এস

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়