Apan Desh | আপন দেশ

ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে বিএনপির সিনিয়র নেতারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৫, ১০ জুলাই ২০২২

আপডেট: ২৩:৪৩, ১০ জুলাই ২০২২

ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে বিএনপির সিনিয়র নেতারা

ছবি: আপন দেশ

ঈদের দিন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন বিএনপির‘জাতীয় স্থায়ী কমিটি’র সদস্যরা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা ম্যাডামকে ঈদের শুভেচ্ছা জানাতে এসেছেন। স্বাস্থ্যবিধি মেনে তারা ম্যাডামের সাথে দেখা করছেন।

রোববার রাত ৮টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান পর্যায়ক্রমে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন।

এদিকে ঈদের দিন সকালে খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম, ছোট ভাই প্রয়াত সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দারসহ কয়েকজন নিকট আত্বীয় গুলশানে বাসায় যান। খালেদা জিয়া তাদের সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন।

আপন দেশ ডটকম/ আবা

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়