Apan Desh | আপন দেশ

রাবিতে ট্রাকচাপায় চিত্রশিল্পী নিহত

প্রতিবাদে ঢাকায় শিল্পীদের সড়কলিখন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৫, ৪ ফেব্রুয়ারি ২০২২

প্রতিবাদে ঢাকায় শিল্পীদের সড়কলিখন

ছবি : আপন দেশ

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাকচাপায় নিহত শিক্ষার্থী মাহমুদ হাবিবের মৃত্যুর ঘটনায় ঢাকার রামপুরায় সড়কলিখন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ কর্মসূচি পালন করেন তাঁরা।

হাবিবের মৃত্যুর প্রতিবাদে সড়কলিখন কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থীদের হাতে ছিল প্ল্যাকার্ড। এসব প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘পড়তে এসে মৃত্যু কেন, প্রশাসন জবাব চাই’, ‘সড়কে আর কত মৃত্যুর মিছিল’, ‘সড়কে শৃঙ্খলা ফেরাও’, ‘সড়কের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলুন, লড়াই করুন’।

রামপুরায় সড়কলিখনে অংশ নিয়েছিলেন ফেরদৌস বাঁধন। তিনি বলেন, ‘হাবিব চিত্রশিল্পী ছিলেন। তাঁর জন্য লিখলাম। তাঁর মৃত্যুতে সব শিল্পী রাস্তায় নামুক নিরাপদ সড়কের দাবিতে।’

নিহত মাহমুদ হাবিব ওরফে হিমেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে ট্রাকচাপায় মারা যান মোটরসাইকেল আরোহী এ শিক্ষার্থী। তাঁর মৃত্যুর প্রতিবাদে সড়কলিখনে উপস্থিত খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো নিরাপদ আশ্রয়স্থলে মারা গেলেন একজন শিক্ষার্থী। যেখানে শিক্ষকদের মতো অভিভাবকেরা রইলেন, কিন্তু একজন শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় নিহত হলেন। এটা অবকাঠামোগত হত্যাকাণ্ড।

নিরাপদ সড়কের দাবি জানিয়ে সোহাগী সামিয়া বলেন, সড়কের চিত্র গোটা দেশেরই চিত্র। বিশ্ববিদ্যালয় এ চিত্র থেকে আলাদা হতে পারেনি। এটা যে বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি, লুটপাটের চিত্র, সে প্রমাণ হাবিবের মৃত্যুর মধ্য দিয়ে এল।

গত বছরের নভেম্বরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নিহত হয় নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসান (১৭)। এরপর নিরাপদ সড়কের জন্য ১১ দফা দাবি জানায় আন্দোলনকারীরা। আজকের উপস্থিত শিক্ষার্থীদের দাবি, ১১ দফা মানা হলে হাবিবকেও প্রাণ হারাতে হতো না।

আপন দেশ/ জাতীয়/ নিপ্র

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়