Apan Desh | আপন দেশ

জয়পুরহাটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩১, ১৬ জুলাই ২০২২

জয়পুরহাটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

ছবি: আপন দেশ

জয়পুরহাটের আক্কেলপুরের তিলকপুর রেলস্টেশনে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। 

শনিবার ( ১৬ জুলাই) ভোরে জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলার তিলকপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় যাওয়ার পথে জয়পুরহাটের তিলকপুর রেলস্টেশন অতিক্রম করতে গেলে একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। অতিরিক্ত যাত্রির কারণে এমনটা হতে পারে বলে মত অনেকের।

এদিকে ট্রেনটির বগি লাইনচ্যুত হওয়ায় আশেপাশের স্টেশনে আটকা পড়েছে বেশ কয়েকটি ট্রেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল ৯টা) ট্রেনের বগি উদ্ধার কাজ শুরু হয়নি।

তিলকপুর রেলস্টেশনের মাস্টার (অতিরিক্ত দায়িত্ব) হাবিবুর রহমান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, উদ্ধার দলকে খবর দেয়া হয়েছে। কিছু সময়ের মধ্যে তারা এখানে পৌঁছাবে। পৌঁছা মাত্র উদ্ধার কাজ শুরু করবে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্তের পর জানা যাবে।

আপন দেশ ডটকম/ আবা

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়