Apan Desh | আপন দেশ

দুই সিটিতে কোরবানীর বর্জ অপসারণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫১, ১১ জুলাই ২০২২

দুই সিটিতে কোরবানীর বর্জ অপসারণ

ছবি: আপন দেশ

ঢাকার দুই সিটি এলাকায় কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। 

দুই সিটিতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কাজ শুরু হয় রোববার দুপুর ২টায়। এরমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন রাত ১০টার মধ্যে এবং দক্ষিণে রাত সোয়া ১টায় শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বলেন, রোববার দুপুর ২টা থেকে আমরা পশুর বর্জ্য অপসারণের কাজ শুরু করি। রাত সোয়া ১টায় শতভাগ বর্জ্য অপসারণ করতে পেরেছি।

সোমবার সকালে সরেজমিনে দক্ষিণ সিটির বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, বাড়ির পাশে অন্যান্য সময়ের মতো আবর্জনার স্তুপ নেই। মূল সড়কের পাশেও নেই তেমন বর্জ্য। তবে বিভিন্ন স্থানের বর্জ্য পরিষ্কার করে এলাকার নির্দিষ্ট কোনো কোনো স্থানে ফেলে রাখার অভিযোগ রয়েছে। এমন দৃশ্য দেখা গেছে শনির আখড়ার ময়লার ভাগাড়ে। সেখানে অপসারিত পশুর বর্জ্য পড়ে থাকলেও কেন্দ্রীয় ভাগাড়ে তা স্থানান্তর হয়নি।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, পূর্ব নির্ধারিত ১২ ঘণ্টার আগেই ডিএনসিসির কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে। ডিএনসিসি রোববার দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে রাত সাড়ে ৯টায় আট ঘণ্টারও কম সময়ে বর্জ্য অপসারণ সম্পন্ন করে।

তিনি জানান, ডিএনসিসির ১০টি অঞ্চলে ঈদের দিনে ১২ লাখ ৪৭ হাজার পশু কোরবানি হয়েছে এবং প্রায় ৯ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। ডিএনসিসির বর্জ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, ৫৪টি ওয়ার্ডের মধ্যে ৫০টির শতভাগ অপসারণ সম্পন্ন হয়েছে। বাকি ৪টি ওয়ার্ডের সব বর্জ্য সংগ্রহের কাজ শেষ করা হয়েছে এবং সেগুলো ল্যান্ডফিলে ট্রান্সফার হচ্ছে।

আপন দেশ ডটকম/ আবা

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়