
ছবি: আপন দেশ
রাজধানীর হাজারীবাগে নিজবাসা থেকে সোহানা তুলি (৩৮) নামে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সোহানার বাড়ি যশোর সদরের বটতলা এলাকায়। তিনি ২০১৮ সালের ডিসেম্বর থেকে হাজারীবাগের এই বাসায় থাকতেন।
জানা গেছে, সোহানা দৈনিক আমাদের সময়, দৈনিক কালের কণ্ঠ ও সর্বশেষ ২০২০ সাল পর্যন্ত বাংলা ট্রিবিউনে কর্মরত ছিলেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং সাব-এডিটর কাউন্সিলের সদস্য ছিলেন।
সম্প্রতি একটি অনলাইন শপ খুলে নারী উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তুলি।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
আপন দেশ ডটকম / আবা