Apan Desh | আপন দেশ

রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪১, ১২ জুলাই ২০২২

আপডেট: ১৫:৪২, ১২ জুলাই ২০২২

রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ

ছবি: আপন দেশ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কমিউনিকেশন বিভাগের উদ্যোগে ও ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্যা রেড ক্রস (আইসিআরসি) এর সহযোগিতায় সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বৃহস্পতিবার শেষ হয়েছে।
 
সোসাইটির জাতীয় সদর দপ্তরে আয়োজিত এ প্রশিক্ষণে দেশের প্রথম সারির প্রিন্ট মিডিয়ার কর্মরত ২০ জন সিনিয়র সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা দেয়া হয়, যা সাংবাদিকদের ব্যক্তিগত জীবনে ও পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা পালন করবে।
 
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও সাংবাদিক এম. মনজুরুল ইসলাম, মহাসচিব কাজী শফিকুল আযম, ডিজাস্টার রেসপন্স, যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান, প্রশিক্ষণ বিভাগের পরিচালক একরাম এলাহি চৌধুরী এবং যোগাযোগ বিভাগের উপ-পরিচালক মাহমুদুল হাসান।
 
দুইদিনের এই প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ পরিচালনা করেন সোসাইটির প্রশিক্ষণ বিভাগের ডেপুটি ডিরেক্টর তরুণ কান্তি সাহা ও সোসাইটির ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের জুনিয়র অ্যাসিসটেন্ট ডিরেক্টর মৃনাল কান্তি রায়।  

আপন দেশ ডটকম/ আবা

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়