Apan Desh | আপন দেশ

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন

মিডিয়া ফেলোশিপ পেলেন দুই সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৫, ৫ জুলাই ২০২২

মিডিয়া ফেলোশিপ পেলেন দুই সাংবাদিক

ছবি: আপন দেশ

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পুরস্কার পেলেন আটজন। এর মধ্যে দুই সাংবাদিক পেয়েছেন মিডিয়া ফেলোশিপ।এরা হলেন-প্রিন্ট মিডিয়ায় সোনারগাঁয়ের লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন এবং ইলেক্ট্রনিক মিডিয়া শ্রেণিতে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ডিবিসি নিউজের প্রতিবেদক তাহসিনা সাদেক। 

অনুষ্ঠানে শখের হাঁড়ির শিল্পী সুশান্ত কুমার পালকে শিল্পাচার্য জয়নুল আবেদীন আজীবন সম্মাননা-২০২২ পুরস্কার দেওয়া হয়েছে। লোক ও কারুশিল্প পদক-২০২১ পেয়েছেন মিলন হোসেন (রূপার অলংকার শিল্পী), পারভিন আক্তার (সৃজনী কাঁথার শিল্পী) ও দেখন বালা বর্মণ (আলপনা শিল্পী)। ক্রাফটস ভিলেজের জন্য তরূণ কুমার পাল ও এসিক্স-এর জন্য কারুশিল্প উদ্যোক্তা পুরস্কার ২০২২ পেয়েছেন আফসানা আসিফ।

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের সেমিনারকক্ষে বৃহস্পতিবার তাদের হাতে নগদ টাকা, স্মারক ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।

উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) হাসনা জাহান খানম, অতিরিক্ত সচিব (সাংস্কৃতিক ঐতিহ্য) সাবিহা পারভীন, উপসচিব (সংস্কৃতি বিনিময় শাখা) কাজী নূরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ক্রাফটস বিভাগের চেয়ারম্যান ফরহানা ফেরদৌসি, কারুশিল্প বিশেষজ্ঞ তুষার কনা খন্দকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বৈশাখী টিভির সাবেক প্রতিবেদক মাসুদ শায়ান, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. রবিউল ইসলাম, ডিসপ্লে কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।

আপন দেশ ডটকম/ আবা

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়