
ছবি : আপন দেশ ডটকম
গ্লোবাল টিভি ভবনের সামনে সাংবাদিকদের উপর হামলা ও অভিযুক্ত মুন্নাকে গ্রেপ্তারের দাবিতে সাভার বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে সর্বস্তরের সাংবাদিকরা। পরে বিভিন্ন পেশাজীবী সংগঠনও কর্মসূচীতে অংশগ্রহণ করে।
গ্লোবাল টিভির সাভার প্রতিনিধি তোফায়েল হোসেন তোফাসানি’র সভাপতিত্বে কর্মসূচী পালন করা হয়।
বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা কর্মসূচীতে বক্তব্য রেখে হামলার তীব্র প্রতিবাদ জানান। এছাড়া হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবির সাথে সাথে দ্রুত গ্রেপ্তারেও দাবি জানানো হয়।
বক্তারা বলেন, গণমাধ্যম কর্মীদের উপর হামলার দৃষ্টান্তমূলক বিচার হলে রাজধানীতে গ্লোবাল টিভি ভবনের সামনে সাংবাদিকদের উপর এ ধরনের হামলার ঘটনা কখনও ঘটতো না। অবিলম্বে অভিযুক্ত মুন্নাকে গ্রেপ্তার না করা হলে সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে সারাদেশে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন শেষে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন সাভারে কর্মরত সর্বস্তরের সাংবাদিক বৃন্দ।
আপন দেশ ডটকম/ আবা