Apan Desh | আপন দেশ

কুমিল্লায় একাত্তর টেভির গাড়ি ভাঙচুর

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৯, ১৪ জুন ২০২২

আপডেট: ১৬:০৯, ১৮ জুন ২০২২

কুমিল্লায় একাত্তর টেভির গাড়ি ভাঙচুর

ভাংচুর করা গাড়ী

কুমিল্লা নির্বাচনের সংবাদ সংগ্রহকালে একাত্তর টেলিভিশনের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধানফটক সংলগ্ন এটিএম বুথের সামনে এ ঘটনা ঘটে। 

ঘটনার সময় গাড়িতে থাকা একাত্তর টিভির গাড়ি চালক মো. আলামিন বলেন, আমি গাড়ির ভেতরে ছিলাম। হঠাৎ কিছু ছেলে এসে আমাকে এক মিনিটের মধ্যে গাড়ি সরাতে বলতে বলতেই ভাঙচুর শুরু করে দিয়েছিলো। আমাকে গাড়ি সরানোরও সুযোগ দেয়া হয়নি।

এ বিষয়ে একাত্তর টিভির সাংবাদিক তানিয়া রহমান বলেন, আমি ৯টার খবরে নির্বাচনী লাইভে থাকার সময় কিছু ছেলে একাত্তর টিভিকে স্লেজিং করছিলো। আমি তাদের কথায় কান না দিয়ে লাইভ শেষ করে ঘটনাস্থলত্যাগ করি। এর মধ্যেই গাড়ি ভাঙচুর করা হচ্ছে শুনে ঘটনাস্থলে গিয়ে ভাঙা গাড়ি দেখতে পাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে পেশাগত দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি নিয়ে আসেন চ্যানেল 24, নিউজ টোয়েন্টিফোর, একুশে টিভি ও একাত্তর টিভির সংবাদকর্মীরা। ক্যাম্পাসের প্রধানফটকে গাড়িগুলো পার্কিং করা ছিলো। তবে অজ্ঞাতপরিচয় কয়েকজন এসে একাত্তর টিভির গাড়ি বিশ্ববিদ্যালয়ের ফটক থেকে সরাতে বললে গাড়িটি ফটকের পাশেই এটিএম বুথের সামনে রাখেন গাড়িচালক। এর কিছুক্ষণ পরই কয়েকজন এসে গাড়িটি ভাঙচুর করেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আমরা ঘটনাটি জেনেছি। আগামীকাল প্রক্টরিয়াল বডি বসে ফ্যাক্ট ফাইন্ডিং করে প্রশাসনের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

আপন দেশ/ আবা

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়