Apan Desh | আপন দেশ

সুখের নামটা নীল

সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড

প্রকাশিত: ২৩:১০, ১৫ জুলাই ২০২২

সুখের নামটা নীল

ছবি: আপন দেশ

সুখের নামটা নীল

----------------------------------

কোন সাগরে ডুব দিয়েছো চোখ 

কোন শ্রাবণে ভিজলে সারা বেলা

কোন অতীতে ভাঙলে সুখের বুক,

কোন নিয়মে খেললে তুমি খেলা। 


কোন উঠোনে ডাকলে চাঁদের বাণ

কোন জোছনায় পুড়লো সুখের ঘর,

কোন কথাতে করলে অভিমান

কোন বিরাগে করলে আমায় পর। 


কোন সুরেতে বাধলে তুমি গান

কোন তালেতে ভাঙলো ছন্দ লয়,

কোন সা তে করলে শুরু তান

কোন সাহসে করলে তুমি জয়। 


কোন তুলিতে আঁকলে এমন মিল

কোন রংয়েতে জীবন পেল প্রাণ,

কোন বিষেতে সুখটা হলো নীল

কোন প্রেমটায় বাঁধলেনা আর গান। 

কোন আঁধারে একলা হাঁটো তুমি

কোন বরষায় বৃষ্টি নূপুর পাঁয়ে,                   

কোন নদীতে দুকূল ভাঙা ভূমি

কোন স্বপ্ন ডাকে অচিন গাঁয়ে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়