
ছবি: আপন দেশ
চলছে তাপদাহ। এই গরমে সোনামনিদের জন্য পোশাক নির্বাচনের ক্ষেত্রে দিতে হবে বাড়িতে নজর। পোশাকটা যাতে আরামদায়ক হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ শিশুরা সারা দিন সারাক্ষণ ছুটাছুটিতে এবং খেলায় ব্যস্ত থাকে। তাই ইদের জামাটা আরামদায়ক হলে শিশুরা সারাদিন পাবে আরাম এবং স্বস্তি।
আসুন জেনে নেই শিশুদের জামা নির্বাচনের ক্ষেত্রে কি কি জিনিস খেয়াল রাখবেন-
১। শিশুদের পোশাক জন্য সুতি, নেট, হাফ সিল্ক ও লিলেনের পোশাক বেঁছে নিন। এই ধরনের পোশাক বেশ আরামদায়ক হয়ে থাকে শিশুদের জন্য।
২। ভারি জামা অথবা ভারি কাজ করা জামা কিনা থেকে বিতর থাকুন।
৩। হালকা রঙের জামাকে বেশি প্রাধান্য দিন। এতে করে গরম কম লাগবে।
৪। ছোট হাতার জামা কিনুন। নাহলে বড় হাতায় গরমে অস্বস্তি অনুভব করবে।
৫। মেয়ে শিশুদের জন্য কমফোর্টেবল স্কার্ট, সেলোইয়ার কামিজ, জাম্প স্যুট, ক্রপ টপ, অথবা লং ফ্রক কিনতে পারেন। এছাড়া জামার সাথে কিনতে পারেন পালাজ্জো, লেগিংস, সোজা কাটের প্যান্ট , ধুতি পায়জামা, অথবা শর্ট প্যান্ট যা গরমে দিবে সারাদিন স্বস্তি ।
৬। ছেলে শিশুদের জন্য জামা কেনার সময় প্রাধান্য দিন সুতি, লিনেন, পাতলা খাদি ও গেঞ্জি কাপড়। ছেলে শিশুদের জন্য কিনতে পারেন ছোট হাতার ক্যাজুয়াল শার্ট, ফতুয়া, পায়জামা-পাঞ্জাবি, ক্যাজুয়াল গেঞ্জি।
আপন দেশ ডটকম/ আবা