Apan Desh | আপন দেশ

রোহিঙ্গার ঘরে মাটির নিচে ২০ লাখ টাকা!

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৯, ১৫ জুলাই ২০২২

আপডেট: ২৩:০০, ১৫ জুলাই ২০২২

রোহিঙ্গার ঘরে মাটির নিচে ২০ লাখ টাকা!

ছবি: আপন দেশ

মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০ লাখ টাকাসহ নুর বারেক (২৫) নামের এক রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে এপিবিএন পুলিশ। শুক্রবার (১৫ জুলাই) বিকাল ৪টার দিকে টেকনাফ নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প, ব্লক-আই থেকে তাকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত টাকা ইয়াবা বিক্রয়ের বলে ধারণা করছে পুলিশ।

আটককৃত নুর বারেক ব্লক-বি শেড আশ্রিত রোহিঙ্গা মৃত খলিলুর রহমানের ছেলে।

কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম জানান, শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স আই ব্লকে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গা হাজী সুলতান এর ঘর হতে কৌশলে একজন লোক দৌড়ে পালিয়ে যায়।

পরে আই ব্লকের রোহিঙ্গা শরণার্থী হাজী সুলতানের ঘর সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করা হয়। তল্লাশিকালে রোহিঙ্গা নুর বারেকের (২৫) দেখানো মতে মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ড্রামের ভিতর তল্লাশি করে অবৈধ নগদ বিশ লাখ টাকা উদ্ধার করা হয়। তবে জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত টাকার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি। তাই ধারণা করা হচ্ছে বিকিনি করে টাকা জমানো হয়েছে। 

উদ্ধারকৃত টাকাসহ আটক রোহিঙ্গা নুর বারেক টেকনাফ মডেল  থানায় হস্তান্তর ও এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এপিবিএন পুলিশের এই কর্মকর্তা।

আপন দেশ ডটকম/ আবা

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়