Apan Desh | আপন দেশ

সাংবাদিক নূরনবীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা ৬ মাসের জন্য স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪০, ২২ জুন ২০২২

সাংবাদিক নূরনবীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা ৬ মাসের জন্য স্থগিত

ছবি : আপন দেশ

বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির সাংবাদিক নূরনবী সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এই মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে সোমবার (২০ জুন) হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ ৬ মাসের জন্য এই স্থগিতাদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।

টিভিতে একটি সংবাদ প্রচারের জের ধরে মামলাটি করেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি। এ মামলায় গত ২১ মার্চ অভিযোগ গঠন করেন ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনাল। এই অবস্থায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন নূরনবী সরকার। এখন মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়