
কুমিল্লায় সদ্য নির্বাচিত কাউন্সিলর
কুমিল্লায় সদ্য নির্বাচিত দুই কাউন্সিলর ও সাবেক এক কাউন্সিলরসহ ৮ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। তাদের সবাই জামায়াতের নেতা। নাশকতার মামলায় মঙ্গলবার দুপুরে জামিন আবেদন করলে আদালত তাদের কারাগারে পাঠান। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার।
কারাগারে পাঠানো জামায়াত নেতারা হলেন, নগরীর ১ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. একরাম হোসেন বাবু, ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মোশাররফ হোসেন, নগরীর দক্ষিণ চর্থা এলাকার আমির হোসেন ফয়েজী, নগরীর শুভপুর এলাকার মো. রাসেল, মফিজুল ইসলাম, মান্নান মিয়া ও নজির আহমেদ।
কুমিল্লা আদালতের পরিদর্শক মজিবুর রহমান জানান, ২০১৮ সালের জেলার মুরাদনগর থানার বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় ৪০ জন জামিন চাইতে আসেন। এ সময় কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক বেগম ফারহানা সুলতানা ৮ জনের জামিন নামঞ্জুর করে আদালতে প্রেরণ করেন। বাকি ৩২ জনের জামিন আবেদন মঞ্জুর করেন।
আপন দেশ ডটকম/ আবা