
ট্রাক শ্রমিক-মালিক ফেডারেশনের নেতারা ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে জানান ডিজেলের বর্ধিত দাম প্রত্যাহার অথবা পরিবহনের ভাড়া বৃদ্ধি না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। সরকার যদি দাবিদাওয়া মেনে নেয়, মালিকদের কথা শোনে, তাহলে ধর্মঘট প্রত্যাহার করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী ফেডারেশনের নেতাদের বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্তের জানানো হবে।
আজ শনিবার দুপুরে শ্রমিক-মালিক ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব আবদুল মোতালেব জানান, তাঁরা ধর্মঘট অব্যাহত রাখতে চান না। তাঁরা চান আলোচনার মাধ্যমে একটা সমাধান হোক।তিনি আরও বলেন, হয় বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে, নয়তো ভাড়া বাড়াতে হবে। দুটির একটি না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
আর সি