
ছবি:ইন্টারনেট
বলিউড অভিনেতা জন আব্রাহাম অভিনীত ‘সত্যমেভ জয়তে টু’ সিনেমার আইটেম সং‘কুসু কুসু’। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে গানটি। এতে বেলি ড্যান্সে ঝড় তুলেছেন নোরা ফাতেহি। তার নাচে মুদ্ধ দর্শক। এখন পর্যন্ত ২ কোটির বেশিবার দেখা হয়েছে এই গান। ‘কুসু কুসু’ গানটি লিখেছেন তানিস্ক বাগচী। গেয়েছেন জারা এস খান ও দেব নেগী।
‘সত্যমেভ জয়তে টু’ সিনেমায় দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে। জন আব্রাহাম ছাড়াও এতে আরো আছেন, দিব্যা খোসলা কুমার, রাজীব পিল্লাই, অনুপ সোনি প্রমুখ। মিলাপ জাভেরি পরিচালিত সিনেমাটি আগামী ২৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
আর সি