Apan Desh | আপন দেশ

জাপানের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শিনজো আবের কীর্তি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৯, ৮ জুলাই ২০২২

জাপানের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শিনজো আবের কীর্তি

ফাইল ছবি

শিনজো আবে জাপানের সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন। তিনি আক্রমণাত্মক পররাষ্ট্র নীতি ও বিশেষ ধরনের অর্থনীতি প্রচলন করার জন্য বিখ্যাত ছিলেন। এমন অর্থনৈতিক নীতি অ্যাবেনোমিক্স নামে পরিচিত ও জনপ্রিয় ছিলো।

অধিকাংশ জাপানির মতে তিনি একজন রক্ষণশীল জাতীয়তাবাদী ছিলেন। ৬৭ বছর বয়সী আবে তার রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (এলডিপি) দু’বার বিজয়ী করেছেন।

প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম কার্যকাল সংক্ষিপ্ত ছিল। ২০০৬ সালে তিনি প্রথমবারের মতো জাপানের প্রধানমন্ত্রী হন। ওই সময় এক বছরের কিছু বেশি সময় ধরে দেশটিতে তার শাসন চলেছিল। তার এ এক বছরের শাসনামল ছিলো বিতর্কিত। কিন্তু, ২০১২ সালে তিনি সবাইকে বিস্মিত করে আবার ক্ষমতায় এসেছিলেন। এরপর তিনি টানা আট বছর ক্ষমতায় থেকে পরে ২০২০ সালে স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেন।

তিনি দ্বিতীয় মেয়াদে যখন ক্ষমতায় আসেন তখন জাপান একটি মন্দার মধ্যে ছিলো। এ সময় তার অর্থনৈতিক নীতির কারণে জাপানি অর্থনীতিতে প্রবৃদ্ধি হয়। তিনি মুদ্রা ব্যবস্থা সহজ করা, রাজস্ব উদ্দীপনা এবং কাঠামোগত সংস্কারের মাধ্যমে দেশটির অর্থনীতিকে শক্তিশালী করেন।

তিনি ২০১১ সালে তোহোকুতে একটি বিশাল ভূমিকম্প ও সুনামি থেকে জাপানের পুনরুদ্ধারের তত্ত্বাবধান করেছিলেন। ওই দুর্যোগে প্রায় ২০ হাজার লোক নিহত হয়েছিলেন এবং এ কারণে ফুকুশিমার পারমাণবিক চুল্লিগুলো গলতে শুরু করে।

কয়েক সপ্তাহের জল্পনা-কল্পনার পরে তিনি ২০২০ সালে পদত্যাগ করেন। এ সময় তিনি আলসারেটিভ কোলাইটিস রোগে আক্রান্ত হয়েছেন বলে জানান। অন্ত্রের রোগে ২০০৭ সালেও তিনি পদত্যাগের করেছিলেন। ওই সময় তার স্থলাভিষিক্ত হয়েছিলেন ঘনিষ্ঠ দলীয় মিত্র ইয়োশিহিদে সুগা। কিন্তু, তারপরও তাকে জাপানের রাজনীতিতে একজন শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে দেখা হয়।

আপন দেশ ডটকম/ আবা 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়