
ছবি: আপন দেশ
দেশে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীর হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ জন। বাকি ৩১ জন ভর্তি হয়েছেন দেশের অন্যান্য জেলায়।
এদিকে ঢাকার বাইরে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী দেখা যাচ্ছে কক্সবাজার জেলায়। এই জেলায় গত একদিনে ২৬ জন রোগী ভর্তি হয়েছেন। অন্যদিকে তিনজন রোগী ভর্তি হয়েছে চট্টগ্রাম জেলায়। বাকি দুজন ভর্তি হয়েছেন ময়মনসিংহ জেলায়।
মঙ্গলবার বিকেল পর্যন্ত সারাদেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪১ জন রোগী। এর মধ্যে ঢাকায় ভর্তি আছেন ১০৭ জন। বাকি ৩৪ জন অন্যান্য জেলায়।
এ বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ১ হাজার ৪৭৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছে একজন।
আপন দেশ ডটকম/ আবা