Apan Desh | আপন দেশ

“ দেশের বধির শিশুদের জীবনমান উন্নয়নে বিত্তবানদের দায়িত্ব রয়েছে”

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২২, ২৪ জুন ২০২২

আপডেট: ১৬:২৩, ২৪ জুন ২০২২

“ দেশের বধির শিশুদের জীবনমান উন্নয়নে বিত্তবানদের দায়িত্ব রয়েছে”

ছবি: আপন দেশ

দায়িত্তাববোধ থেকেই বধির শিশুদের জীবনমান উন্নয়নে বিত্তবানদের ভুমিকা রাখতে হবে। বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ধানমন্ডির বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠান হাইকেয়ার স্কুল কমিটির সভাপতি তারিকুল ইসলাম খান। বিনামূল্যে চক্ষু ও কান চিকিৎসা ক্যাম্প এবং ওষুধ বিতরণ কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৩ জুন) হাইকেয়ার স্কুলের সহকারী শিক্ষক পার্থ ঘোষের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকেয়ার ও প্রাইম ব্যাংক চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে হাইকেয়ার স্কুলের বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিনামূল্যে চোখ ও কান চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে শিশুদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। ক্যাম্পেইনে অংশ নিয়ে স্কুলের সভাপতি তারিকুল ইসলাম খান বলেন, বধির শিশুদের জীবনমান উন্নয়নে সমাজের বিত্তশালী মানুষদের এগিয়ে আসতে হবে। 

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ রওশন আরা বলেন, ‘বর্তমানে শব্দ দূষণের ফলে বধিরতা বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও শিক্ষার্থীরা অধিক সময় মোবাইল ব্যবহারের ফলে চোখ ও কানের সমস্যায় ভুগছে। এসব বিষয়ে অভিভাবকদের আরও বেশি সর্তকতা অবলম্বন করতে হবে।’ 

শিক্ষার্থীদের কানের চিকিৎসার গুরুত্ব উল্লেখ করে হাইকেয়ার হিয়ারিং সেন্টারের চিফ অডিওলজিষ্ট কানিজ ফাতেমা পারুল জানান, শিক্ষার্থীদের শ্রবণ পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ কেননা নাক, কান ও চুক্ষ পরস্পর সম্পর্কযুক্ত। 

সেবা কার্যক্রমটিতে অংশগ্রহণ করে স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নিলয় আচার্যের বাবা সুব্রত আচার্য বলেন, ‘হাইকেয়ার-প্রাইম ব্যাংক চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে আমাদের শিশুরা এবং আমরা বিনামূল্যে কান ও চোখের চিকিৎসা সেবা পাচ্ছি। এতে আমরা আনেক উপকৃত হয়েছি।’

প্রাইম ব্যাংক চক্ষু হাসপাতালের আউটরিচ অ্যান্ড ক্যাম্পিং অফিসার রানা আহমেদ প্রতিবন্ধী ব্যক্তিদের চোখের চিকিৎসায় হাসপাতালটির নিরলসভাবে কাজ করে যাওয়ার কথা উল্লেখ করেন।

হাইকেয়ার স্কুলের সহকারী শিক্ষক পার্থ ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাইকেয়ার স্কুলের সহ-সভাপতি শামীম ফাহমি, সংগীত ব্যক্তিত্ব অলোক দাস গুপ্ত, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির সদস্য সচিব ইশরাত জাহান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সাবেক পরিচালক ও যুগ্ম সচিব ওসমান গণিসহ হাইকেয়ার স্কুলের শিক্ষকরা।

আপন দেশ ডটকম/ আবা

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়