Apan Desh | আপন দেশ

”শ্রীদেবীকন্যা যখন ড্রাগ ডিলারের বিহারি কন্যা”

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১২:৪০, ১৫ জুলাই ২০২২

আপডেট: ১২:৫৩, ১৫ জুলাই ২০২২

”শ্রীদেবীকন্যা যখন ড্রাগ ডিলারের বিহারি কন্যা”

ফাইল ছবি

ঘরে মা অসুস্থ। চিকিৎসার টাকা নেই। সাধারণত এ সময় সন্তানের মাথায় আকাশ ভেঙে পড়ে। মায়ের চিকিৎসার টাকা যোগাড় করতে ড্রাগ ডিলারের ব্যবসায় নাম লেখান জাহ্নবী। কথাগুলো বাস্তবের নয়, একটি সিনেমার গল্পের। এমন একটি সিনেমায় ড্রাগ ডিলারের বিহারি কন্যা জেরির চরিত্রে অভিনয় করেছেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে ট্রেলার। জাহ্নবীর এই আপকামিং সিনেমার নাম ‘গুড লাক জেরি’।

জাহ্নবীর বিপরীতে দেখা যাবে দীপক ডোবরিয়াল। এছাড়াও এই সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মিতা বৈশিষ্ট্য, এবং সুশান্ত সিং। ড্রাগ পাচার করতে করতে কীভাবে ড্রাগ মাফিয়াকেই মাত দেওয়ার চেষ্টা করে জেরি, তার ঝলক উঠে এসেছে ট্রেলারে।

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা ‘কোলামাভু কোকিলা’-র অফিসিয়্যাল রিমেক এই সিনেমা। সেই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছিলেন দক্ষিণী লেডিসুপারস্টার নয়ন তারা।  ডিজনি প্লাস হটস্টারে আগামী ২৯ জুলাই মুক্তি পাবে এই সিনেমাটি।

শ্রীদেবীকন্যার পরিচয়ের বাইরে গিয়ে জাহ্নবী  নিজেকে প্রমাণ করেছেন অভিনেত্রী হিসেবে। নিজের অভিনয়ে এনেছেন ভিন্নতা। গেল বছর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল তার ‘গুঞ্জন সাক্সিনা’ ওয়েব ফিল্মটি। সে সময় তিনি বেশ প্রশংসা পেয়েছেন। সর্বশেষ তাকে দেখা গিয়েছে রাজকুমার রাও এর বিপরীতে ‘রুহী’ সিনেমায়। 

আপন দেশ ডটকম/ আবা

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়