Apan Desh | আপন দেশ

ভক্তের টানে বগুড়ায় জলিল-বর্ষা

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৭:৫৬, ১৪ জুলাই ২০২২

ভক্তের টানে বগুড়ায় জলিল-বর্ষা

ছবি: আপন দেশ

প্রায় ৮ বছর পর বড় পর্দায় মুক্তি পেয়েছে অনন্ত জলিলের সিনেমা ‘দিন দ্য ডে’, তাও শতাধিক সিনেমাহলে। মুক্তি পাওয়া নতুন এই ছবিটি দেখে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন দর্শক। প্রতিদিনই নায়িকা ও স্ত্রী বর্ষাকে নিয়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে ছুটছেন অনন্ত। এবার এক ভক্তের টানে বগুড়া যাচ্ছেন তিনি।

বুধবার দুপুরে অনন্ত জলিল সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘আমার একজন ভক্ত যার নাম রানা। যে কিনা প্রতিবন্ধী রানা হিসেবে পরিচিত, সে আমার প্রথম সিনেমা ‘খোঁজ দ্য সার্চ’ দেখার পর থেকে আমার সাথে দেখা করার জন্য নানা ভাবে চেষ্টা করে আসছে। এমনকি তার নিজ এলাকায় নিজ অর্থায়নে আমার নামে বিভিন্ন প্রকার সমাজসেবা মূলক কাজ করে আসছে। যা ওই এলাকার লোকজন অবগত আছেন। আমি তাকে কথা দিয়েছিলাম আমাদের ‘দিন দ্য ডে’ সিনেমাটি যখন রিলিজ হবে তখন আমি তার সথে দেখা করতে তার গ্রামের বাড়িতে যাবো।’

অনন্ত বলেন, ‘আমি আমার কথা রাখার জন্য প্রতিবন্ধী রানা এবং অত্র এলাকাবাসীর সথে দেখা করার জন্য বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর ১২ টায় সেখানে যাবো।’

ভক্তের সাথে দুপুরের খাবার খেয়ে দুপুর ৩টার শো দেখবেন জানিয়ে ‘নিঃস্বার্থ ভালোবাসা’র এই নায়ক বলেন, ‘রানার সথে দুপুরের খাবার খাবো এবং দুপুরের খাবার শেষ করার পর রানাকে নিয়ে ৩৪ কিলোমিটার দূরে অবস্থিত মধুবন সিনেপ্লেক্সে যাবো এবং ৩টার শো’তে সিনেমা দেখবো। মধুবন সিনেপ্লক্সে আগত সকল দর্শকদের সথে একত্রে সিনেমা দেখবো।’

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়