Apan Desh | আপন দেশ

অনন্য মামুনকে কান ধরে ওঠবস করাবো: অনন্ত জলিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৭, ৯ জুলাই ২০২২

অনন্য মামুনকে কান ধরে ওঠবস করাবো: অনন্ত জলিল

ছবি: আপন দেশ

নির্মাতা অনন্য মামুনের ওপর ক্ষুব্ধ প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিল। সেই ক্ষোভ তিনি প্রকাশ করেছেন একটি টেলিভিশনের টকশোয়ে। ঈদে মুক্তির মিছিলে রয়েছে অনন্তর সিনেমা ‘দিন—দ্য ডে’। সম্প্রতি সিনেমাটির প্রচারে ওই অনুষ্ঠানে এসেছিলেন তিনি। সেখানে অনন্য মামুন সম্পর্কে কথা উঠলে এই অভিনেতা তাকে কান ধরে ওঠবস করাতে চান বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে ঈদে মুক্তিপ্রতিক্ষীত ‘সাইকো’ ও ‘পরাণ’ সিনেমা দুটির সঙ্গে ‘দিন—দ্য ডে’র প্রতিযোগীতার কথা উঠলে অনন্ত জানান, এই ঈদে তার সিনেমার ধারে কাছে নেই অন্য দুটি।

কিন্তু সিনেমা দুটির নির্মাতারা ‘দিন—দ্য ডে’র বাজেট নিয়ে প্রশ্ন তুলেছেন, সমালোচনা করছেন বলে উল্লেখ করেন উপস্থাপিকা। তারপরই অনন্য মামুনের ওপর ক্ষোভ ঝাড়েন এই অভিনেতা।

অনন্ত বলেন, ‘অনন্য মামুনকে আমি ডিরেক্টর বানিয়েছি। আমার টাকায় ও ডিরেক্টর ফি (পরিচালক সমিতির সদস্যপদ) পর্যন্ত দিয়েছে। সমালোচনা যদি আমার সামনে কোনোদিন করে, আর আমার চোখে পড়লে ওকে (অনন্য মামুন) তো আমি কান ধরে ওঠবস করাবো। ওর এতো বড় সাহস কোথা থেকে হলো? ওর কী যোগ্যতা আছে, অনন্ত জলিলের সমালোচনা করার?’

এবার ঈদে মুখোমুখি হচ্ছেন অনন্ত জলিল ও অনন্য মামুন। অনন্ত আসছেন তার প্রযোজিত ও অভিনীত ‘দিন—দ্য ডে’ নিয়ে। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমায় তার বিপরীতে রয়েছেন বর্ষা। অন্যদিকে অনন্য হাজির হচ্ছেন তার নির্মিত ‘সাইকো’ চলচ্চিত্র নিয়ে। এতে জিয়াউল রোশনের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়