Apan Desh | আপন দেশ

ঋষি কৌশিকের সঙ্গে ‘অবসরপ্রাপ্ত প্রেমিকে’ আঁচল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৬, ৫ জুলাই ২০২২

ঋষি কৌশিকের সঙ্গে ‘অবসরপ্রাপ্ত প্রেমিকে’ আঁচল

ছবি: আপন দেশ

কলকাতার ছোট পর্দার অভিনেতা ঋষি কৌশিকের বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশেল নায়িকা আঁচল। আরটিভির ঈদুল আযহা ২০২২ বিশেষ আয়োজন ‘অবসরপ্রাপ্ত প্রেমিক’ নাটকে দেখা যাবে তাদের। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। 

আঁচল ‘জটিল প্রেম, ‘কিস্তিমাত’ ও ‘সুলতানা বিবিয়ানা’সহ অনেক আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। অপরদিকে ঋষি কৌশিক অভিনীত ‘এখানে আকাশ নীল’, ‘ইষ্টি কুটুম’ ও ‘মুখোশ’ নাটকগুলো কলকাতায় আলোচিত। 

এর আগে গত ঈদে গায়িকা পড়শীর সঙ্গে ‘মারিয়া ওয়ান পিস’ নাটকে অভিনয় করেছিলেন ঋষি। 

আপন দেশ ডটকম / আবা

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়