
ছবি: আপন দেশ
সম্প্রতি স্পেনের ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সিনেমা জোভ’ এ প্রদর্শিত হয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। এই ছবিটি দিয়ে তিনি জিতে নিয়েছেন সেরা চলচ্চিত্র ও সেরা অভিনয়শিল্পীর পুরস্কার। পুরস্কার পেয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি।
পুরস্কার পাওয়া পর প্রতিক্রিয়া ব্যক্ত করে বাঁধন বলেন, আসলে অনুভূতিটা ভীষণ আলাদা এ জন্য, এখানে আমি একা একটা বাংলাদেশি মেয়ে এসেছি। এখানকার সংস্কৃতি ও ভাষা একদমই আলাদা। বুঝতেও অসুবিধা হচ্ছিল। উৎসবের পরিচালক আমাকে একটা সময় জানিয়েছেন, আমাদের সিনেমা দুটো পুরস্কার পেয়েছে। সেরা ছবি ও সেরা অভিনেত্রীর। সিনেমা দেখে ওরা মুগ্ধ। উৎসবে যখনই আমার কারও সঙ্গে দেখা হয়, জুরি মেম্বার ও দর্শক সবাই আমাকে রেহানা বলে ডাকেন। পরিচয় করিয়ে দেন, উনি হচ্ছেন বাঁধন, ইনিই রেহানা, বাংলাদেশ থেকে এসেছেন। তখন একটা অদ্ভূত ঘটনা ঘটে, রেহানা বলে সবাই জড়িয়ে ধরেন।
উৎসব শেষে স্পেনের বিভিন্ন জায়গায় ঘুরে দেখছেন বাঁধন। ওখানকার বন্ধুদের সঙ্গে মেতে উঠেছেন আড্ডায়।
বাঁধন বলেন, কদিন ফেস্টিভ্যাল নিয়ে ব্যস্ত ছিলাম। রোববার একটু ঘুরতে বের হয়েছিলাম। এখানকার শহরগুলো অনেক ইন্টারেস্টিং। হেঁটে হেঁটে অনেক জায়গায় যাওয়া যায়। তবে এখানে আসার প্রথম দিনেই পরিচালক কার্লোস যে জায়গায় আমার হোটেল ও উৎসব ভেন্যুর আশপাশ এক থেকে দেড় ঘণ্টার দূরত্বে ঘুরে দেখিয়েছেন। নিজেও আশপাশে অনেক কিছু নিজের মতো করে ঘুরে দেখিছি। খাওয়াদাওয়া তো ভীষণ মজা। ফেরার কথা ছিল ৩ জুলাই। কিন্তু উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণে সময়টা বাড়াতে হয়েছে। সবকিছু ঠিক থাকলে ৬ জুলাই ফিরব।
আপন দেশ ডটকম/ আবা