Apan Desh | আপন দেশ

ঈদে নতুন গান উপহার নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৯, ১ জুলাই ২০২২

ঈদে নতুন গান উপহার নেই

ছবি : আপন দেশ

এক সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী এখনো গানে সক্রিয়। পাশাপাশি শিক্ষার্থীদের গান শেখানোর কাজেও রয়েছে তার ব্যস্ততা। গান এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।

আপন দেশ: শুভ দুপুর। ব্যস্ত আছেন?

ফাহমিদা: আমি তো গানের মানুষ। গান ছাড়া অন্য কোনো কাজকে তেমন গুরুত্ব দেই না। তবে দেশের বাইরে থেকে আমার মেয়ে এসেছে। তাকে নিয়েও সময় কাটছে। স্টেজ অনুষ্ঠানে গান গাইছি মাঝে মধ্যেই।

আপন দেশ: এবারের ঈদে আপনার ভক্ত-শ্রোতাদের জন্য কী উপহার থাকছে? 

ফাহমিদা: আগামী ঈদে আমার কোনো নতুন গান নেই। তবে ঈদের পর একাধিক নতুন গান প্রকাশ করব। অন্য কোম্পানির পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলেও প্রকাশ করব নতুন গান।

আপন দেশ: নতুন গান না এলে শ্রোতারা ভুলে যেতে পারেন আপনাকে...

ফাহমিদা: সে রকম আশঙ্কা করিনা। আমি তো দেখছি শ্রোতারা পুরোনো গানের দিকেই বেশি ঝুঁকছেন। যেমন গত ঈদুল ফিতরে আমার কণ্ঠে যেসব গান প্রকাশ হয়েছে, তা এখনো নিয়মিত শুনছেন। আগের চেয়ে প্রতিনিয়তই শ্রোতা বৃদ্ধি পাচ্ছে পুরোনো গানে।

আপন দেশ: ঈদের টিভি অনুষ্ঠানে তো হাজির থাকবেন?

ফাহমিদা: সে রকম ইচ্ছা আছে। যেমন গতকাল এটিএন নিউজের একটি ঈদ আড্ডার রেকর্ডিং করলাম। ঈদের আগে আরও কয়েকটি ঈদকেন্দ্রিক টিভি অনুষ্ঠানে পারফরম করব।

আপন দেশ: করোনাকাল শুরু হওয়ার পর থেকে আপনাকে আর উপস্থাপনায় দেখা যাচ্ছে না?

ফাহমিদা: করোনার কারণেই উপস্থাপনা ছেড়েছিলাম। কিন্তু এখন অনেক কিছুই স্বাভাবিক নিয়মে চললেও আমি যেসব অনুষ্ঠান উপস্থাপনা করতাম, সেগুলো এখনো বন্ধই আছে। তবে উপস্থাপনার কাজটি আবার শুরু করতে আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই।

আপন দেশ: ঈদে কোথায় থাকবেন?

ফাহমিদা: মেয়েকে সঙ্গে নিয়ে অন্য কোনো দেশে ঈদ উদযাপনের পরিকল্পনা করছি। তবে সেই ট্যুরটি অল্পদিনের। কারণ মেয়ে এবং আমি দুজনই নিজ নিজ পেশার কাজ নিয়ে ব্যস্ত থাকব ঈদের পর।

আপন দেশ: আপনাকে অগ্রিম ঈদশুভেচ্ছা।

ফাহমিদা: আমার সকল শ্রোতাসহ আপন দেশ ডটকমের সকল দর্শকদের প্রতি ঈদ মোবারক। 

আপন দেশ ডটকম/ আবা

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়