মায়ের চিকিৎসার টাকা যোগাড় করতে ড্রাগ ডিলারের ব্যবসায় নাম লেখান জাহ্নবী। কথাগুলো বাস্তবের নয়, একটি সিনেমার গল্পের। এমন একটি সিনেমায় ড্রাগ ডিলারের বিহারি কন্যা জেরির চরিত্রে অভিনয় করেছেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে ট্রেলার। জাহ্নবীর এই আপকামিং সিনেমার নাম ‘গুড লাক জেরি’।