Apan Desh | আপন দেশ

শাস্তির মুখোমুখি হচ্ছেন ৩৯ কলেজের অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৭, ৪ জুলাই ২০২২

শাস্তির মুখোমুখি হচ্ছেন ৩৯ কলেজের অধ্যক্ষ

ছবি: আপন দেশ

৩৯ কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শাস্তি দেয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এরা উচ্চমাধ্যমিক পর্যায়ের। দায়িত্ব অবহেলা করে এসব কলেজের ৪৬ জন এইচএসসি পরীক্ষার্থীর বিভাগ পরিবর্তনের ব্যবস্থা না নেয়ায় জটিলতা সৃষ্টি হয়েছে। তাই এ কলেজগুলো অধ্যক্ষদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা বোর্ড। তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে তার ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে অধ্যক্ষদের কাছে। রোববার ( ৩ জুলাই) ঢাকা বোর্ড থেকে অধ্যক্ষদের পাঠানো চিঠিটি প্রকাশ করা হয়েছে।

বোর্ড জানিয়েছে, ২০২০-২১ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশনকৃত (২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার্থী) ৪৬ জন শিক্ষার্থীর যথাসময়ে বিভাগ পরিবর্তনের জন্য কোনো ব্যবস্থা নেয়ননি এ অধ্যক্ষরা। তাই অধ্যক্ষদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তার ব্যাখ্যা চাওয়া চেয়েছে বোর্ড। বোর্ডের চিঠি হাতে পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেনের কাছে পাঠাতে বলা হয়েছে অধ্যক্ষদের। 

যে কলেজগুলোর অধ্যক্ষদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে সে তালিকায় আছে, সরকারি মতিলাল কলেজ, উত্তরা ক্রিডেন্স কলেজ, ন্যাশনাল পাবলিক কলেজ, উত্তরা ইউনাইটেড কলেজ, সরকারি বাঙলা কলেজ, ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ, হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজ, কোনাবাড়ী আইডিয়াল কলেজ, চিত্রকোট মড়েল স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা রেসিডেনসিয়াল কলেজ।

এ তালিকায় আরও আছে, স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন, নরসিংদী আইডিয়াল কলেজ, দুয়ারীপাড়া সরকারি কলেজ, শহীদ সরকার সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ম্যাস্ট্রো ক্রাউন কলেজ, চিত্রকোট মডেল স্কুল অ্যান্ড কলেজ, জিয়নপুর বেলায়েত হোসেন কলেজ, হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ, সেরাজবাদ রানা শফিউল্লাহ কলেজ, অক্সফোর্ড কলেজ, ফজলুল হক মহিলা কলেজ, নাজিব উদ্দিন খান কলেজ, হাজী মোমতাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

তালিকায় আরও আছে, এন হক কলেজ অব বিজনেস, সরকারি কদম রসূল কলেজ, সরকারি রাজৈর কলেজ, সরকারি ইস্পাহানী কলেজ, সরকারি মোহাম্মদপুর মডেল কলেজ, হাজী আসতম সরকারি কলেজ, ভাষা শহীদ কলেজ, সিরাজ উদ্দিন সরকার মডেল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি নগরকান্দা কলেজ, আমিরজান কলেজ, ফজলুর হক মহিলা কলেজ, ঘোড়াশাল মুসা বিন হাকিম ডিগ্রি কলেজ এবং লরেল ইন্টারন্যাশনাল কলেজ।

আপন দেশ ডটকম/ আবা

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়